বরগুনার তালতলীতে বিএস টি আই নিষিদ্ধ প্রশাদনী বিক্রি,অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ২৪ হজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
বরগুনার তালতলীতে বিএস টি আই নিষিদ্ধ প্রশাদনী বিক্রি,অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ২৪ হজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
সোমবার (২৯ জানুয়ারী ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, উপজেলার সদর বাজার এলাকায় ভোক্তা অধিকারের অভিযানে বিএস টি আই নিষিদ্ধ প্রশাদনী বিক্রির অপরাধে আফিয়া আফরিন কসমেটিকস ৪ হাজার,রোজ কসমেটিকস ৫ হাজার, ছালাম হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণের দায়ে ১০ হাজার ও তালতলী মেডিনোভা ডায়াগনস্টিকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । একই সাথে বিভিন্ন প্রতিষ্ঠান মনিটরিং করে সতর্কতা মূলক নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।