বিশ্বব্যাপী নতুন প্রত্যাশা তৈরি করছে মার্কিন অর্থনীতিতে চাঙ্গাভাবের পূর্বাভাস

Sabbir hossain প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী , ২০২৪ ১৭:২৯ আপডেট: ২৮ ফেব্রুয়ারী , ২০২৪ ১৭:২৯ পিএম
বিশ্বব্যাপী নতুন প্রত্যাশা তৈরি করছে মার্কিন অর্থনীতিতে চাঙ্গাভাবের পূর্বাভাস
সাম্প্রতিক মাসগুলোয় অন্যান্য বড় অর্থনীতির মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতিও সংকুচিত হয়েছে। তবে শক্তি সঞ্চয় করে এবার ঘুরে দাঁড়াতে যাচ্ছে বিশ্বের বৃহৎ অর্থনীতি। সম্প্রতি এমনই পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদরা। মার্কিন অর্থনীতিতে চাঙ্গাভাবের পূর্বাভাসে প্রত্যাশা বাড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতেও। খবর এপি।

সাম্প্রতিক মাসগুলোয় অন্যান্য বড় অর্থনীতির মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতিও সংকুচিত হয়েছে। তবে শক্তি সঞ্চয় করে এবার ঘুরে দাঁড়াতে যাচ্ছে বিশ্বের বৃহৎ অর্থনীতি। সম্প্রতি এমনই পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদরা। মার্কিন অর্থনীতিতে চাঙ্গাভাবের পূর্বাভাসে প্রত্যাশা বাড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতেও। খবর এপি।

বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র। দেশটির অর্থনীতিতে পুনরায় চাঙ্গাভাবের পূর্বাভাস এরই মধ্যে পণ্য পুঁজি ও মুদ্রাবাজারে বিনিয়োগকারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। দেশটির উৎপাদন ও সেবাখাত শক্তিশালী হলে গোটা বিশ্বেই এর ভালো প্রভাব পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে বৈশ্বিক পণ্য ও পুঁজিবাজার এর প্রভাব পড়তে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রে এরই মধ্যে মূল্যস্ফীতি মন্থর হতে শুরু করেছে। এতে সামনের দিনগুলোয় দেশটিতে সুদহার বৃদ্ধি ও পুঁজিবাজারে ইতিবাচক বিনিয়োগ প্রবণতা ফিরে আসবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমতে শুরু করেছে। যা যুক্তরাষ্ট্রের অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা প্রতিফলন বলে মনে করছেন তারা। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকোনমিকসের সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষা অনুসারে, কয়েক মাস আগে অর্থনীতিবিদরা যে পূর্বাভাস দিয়েছিলেন, তার চেয়ে চলতি বছরটি মার্কিন অর্থনীতির জন্য অনেক ভালো বছর হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

সংস্থাটির মতে, মুল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য হওয়ার পর মার্কিন অর্থনীতি এ বছর ২ দশমিক ২ শতাংশ হারে সম্প্রসারিত হবে। এর আগে সংস্থাটি ১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।

বিশ্লেষকরা জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য ফেডের উচ্চ সুদহার অব্যাহত রাখার কথা ছিল। তবে অর্থনীতিকে বাধাগ্রস্ত করে ফেলছিল। যেমন মর্টগেজ ও ক্রেডিট কার্ড বিলের মতো পরিষেবাগুলো ব্যয়বহুল হয়ে উঠছিল। তবে উচ্চ সুদহারের পরও যুক্তরাষ্ট্রের চাকরির বাজার ও গৃহস্থালি ব্যয় উল্লেখ করার মতো স্থিতিশীল অবস্থায় রয়েছে। এতে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল হয়েছে। মরগান স্ট্যানলির প্রধান মার্কিন অর্থনীতিবিদ ও এনএবিইর প্রেসিডেন্ট এলেন জেন্টনার বলেন, ‘‌সরকার ও পরিবার উভয়ের ব্যয়সহ ২০২৪ সালে আপগ্রেডের পেছনে অনেক কারণ রয়েছে।’

অর্থনীতিবিদরাও চলতি বছরের জন্য যুক্তরাষ্ট্রজুড়ে চাকরির বাজার বাড়ার পূর্বাভাস দ্বিগুণের বেশি করেছেন। যদিও আগের বছরের তুলনায় এ সংখ্যা এখনো নিচেই থাকবে। মূল্যস্ফীতি আগের চেয়ে মন্থর হয়েছে। অধিকাংশ বিশ্লেষকদের মতে, আগামী জুনের মাঝামাঝি থেকে সুদের হার কমতে থাকবে।

ফেডারেল রিজার্ভও জানিয়েছে, চলতি বছর কয়েক দফা সুদের হার কমানো হবে। এতে স্টক ও অন্যান্য বিনিয়োগের ক্ষেত্রে ব্যয় বাড়লেও, তা অর্থনীতির ওপর থেকে চাপ কিছুটা শিথিল করবে।

সমীক্ষা অনুসারে, এনএবিই জানিয়েছে, ৪১ শতাংশ উত্তরদাতা উচ্চ সুদহারকে মার্কিন অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি বলে উল্লেখ করেছেন। এ আশঙ্কা অন্যান্য যেকোনো প্রতিক্রিয়ার চেয়ে দ্বিগুণ। সমীক্ষায় অংশ নেয়া উত্তরদাতাদের অন্য প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে সম্ভাব্য ক্রেডিট সংকট, রশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধসংক্রান্ত সমস্যা।

এই বিভাগের আরোও খবর

Logo