ঝিনাইদহ শহর রণক্ষেত্র, পুলিশসহ আহত কমপক্ষে ৩০

মোঃ রাসেল হোসেন প্রকাশিত: ৪ আগস্ট , ২০২৪ ১৬:৫২ আপডেট: ৪ আগস্ট , ২০২৪ ১৬:৫২ পিএম
ঝিনাইদহ শহর রণক্ষেত্র, পুলিশসহ আহত কমপক্ষে ৩০
সরেজমিনে ঘুরে দেখা যায়, সংঘর্ষের ফলে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বন্ধ হয়ে গেছে দোকানপাট, আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। এ ঘটনায় ঝিনাইদহ থেকে ঢাকা, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় এ সংঘর্ষ চলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে রোববার (৪ আগস্ট) সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলাকালে ঝিনাইদহ সদর থানার সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সংঘর্ষের ফলে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বন্ধ হয়ে গেছে দোকানপাট, আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। এ ঘটনায় ঝিনাইদহ থেকে ঢাকা, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় এ সংঘর্ষ চলে।

এর আগে আন্দোলনকারীরা বেলা ১১টায় শহরের প্রেরণা একাত্তর চত্বর থেকে বিশাল মিছিল বের করে মূল শহরে প্রবেশ করেন। এসময় তাদের হাতে ব্যানারের পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের ফেস্টুনসহ লাঠিসোঁটা। এরপর তারা পায়রা চত্বরে এসে সমাবেশ করেন। এসময় শহরে ব্যানার-পোস্টার ভাঙচুর শুরু হয়। একপর্যায়ে তারা ঝিনাইদহ বাস-টার্মিনাল এলাকায় মিছিল নিয়ে গিয়ে আবারও সমাবেশ করেন।

এই বিভাগের আরোও খবর

Logo