ডাসারে সেতু নয়, যেন মরণফাঁদ!

মাসুদ রেজা ফিরোজী প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী , ২০২৪ ০৫:৩৪ আপডেট: ১১ ফেব্রুয়ারী , ২০২৪ ০৫:৩৪ এএম
ডাসারে সেতু নয়, যেন মরণফাঁদ!
মাদারীপুরের ডাসারে একটি কাঠের সেতুর বেহাল দশার কারণে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কয়েক গ্রামের মানুষ।এতে চরম ভোগান্তি পরেছেন সাধারণ মানুষ।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সরজমিনে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমহনী গিয়ে দেখা গেছে,উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় একযুগ আগে নির্মিত হয়েছিল এই সেতুটি।

মাদারীপুরের ডাসারে একটি কাঠের সেতুর বেহাল দশার কারণে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কয়েক গ্রামের মানুষ।এতে চরম ভোগান্তি পরেছেন সাধারণ মানুষ।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সরজমিনে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমহনী গিয়ে দেখা গেছে,উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় একযুগ আগে নির্মিত হয়েছিল এই সেতুটি।

এখন সেতুর লোহার খুঁটি হেলে পড়ার উপক্রম। সেতুটির উপর অংশের পাটাতন এর কিছু কাঠ পচে ধসে পরেছে। সেতুটির উপরের কোনো রেলিং নেই। যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ার কারণে সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে কোমলমতি শিক্ষার্থীদের। এছাড়া জীবিকার তাগিদে প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করছে মটর চালিত ভ্যান, অটোরিকশা,মোটরসাইকেলসহ হাজারো মানুষ। জনসাধারণের চলাচলের একটি মাধ্যম সেতুটি হওয়ায় এখন জনদূর্ভোগে রূপ নিয়েছে। সেতুটি দ্রুত সংস্কারের দাবি এখন এলাকাবাসীর।স্থানীয় বাসিন্দা সুজন মজুমদার জানান, আমাদের শশিকরের চৌমুহনী ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। কাঠের ব্রিজটি হেলে গেছে। উপরের পাটাতনের কাঠ ধসে পড়েছে। যেকোনো সময় ব্রিজটি ভেঙে যেতে পারে। যাতায়াতের জন্য প্রতিদিন কাঠের ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়েই পারাপার হতে হচ্ছে। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানাই।এবিষয়ে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, ব্রিজটি অনেক পুরোনো। উপজেলা পরিষদেরঅর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে ব্রিজটির লোহার পিলার খালের মধ্যে নুয়ে পড়ছে। উপরের পাটাতনের কাঠও ঠিকমতো নেই। গ্রামের হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। নতুন একটি ব্রিজ দরকার।আমি সংশ্লিষ্ট দফতরে বিষয়টি জানিয়েছি।এবিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ইতোমধ্যে ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত প্রকল্প প্রস্তাবটি পাস হয়ে আসবে।

এই বিভাগের আরোও খবর

Logo