ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চূর্ণ বিচূর্ণ

মোঃ কামরুল হাসান(লিটন) প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:৩৪ আপডেট: ১৭ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:৩৪ পিএম
ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চূর্ণ বিচূর্ণ

কক্সবাজারের ঈদগাঁওতে রেলক্রসিং পার হওয়ার সময় একটি মাইক্রোবাস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছে। রবিবার  ১৬ ফেব্রুয়ারি  আনুমানিক দুপুর ১২.৩০ এর দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শাহেদ আলম মুন্না জানান, " মাইক্রোবাসটি বিয়ের যাত্রী নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ঈদগাঁও রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী ট্রেনটি এসে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।" অপর এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় ট্রেনের বাঁশি বাজানো হলেও রেলক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় চালক সময়মতো বিষয়টি বুঝতে পারেননি।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় কেউ গুরুতর হতাহত হয়নি। তবে মাইক্রোবাসের কয়েকজন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ঈদগাঁও রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই, যার ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, "নিয়মিত ট্রেন চলাচল শুরু হওয়ার পরও এখানে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা বহুবার অভিযোগ করেও কোনো সমাধান পাইনি।"
এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরোও খবর

Logo