ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।..বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাঁঠালিয়া সেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা বিপুল সংখ্যায় অংশ নেন।
রাজাপুরে অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায়। এই উপলক্ষে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি ত্র্যাড. তালুকদার আবুল কালাম আজাদ ও রাজাপুর পাইলট স্কুলের সভাপতি রাজনৈতিক ব্যক্তিত্ব নাসিম উদ্দীন আকনের নেতৃত্বে হাজারো নেতাকর্মী এই র্যালিতে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক আজাদুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও কাইউম তালুকদার, রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম রিয়াজ প্রমুখ।
আলোচনার মূল বিষয়বস্তু ছিল দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা। বক্তারা দলের আদর্শ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং দলের প্রতি আনুগত্য বজায় রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কর্মসূচিতে রাজাপুর উপজেলার ৬ ইউনিয়ন ও সকল ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মী অংশ নেন। এই আয়োজন স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং দলের অভ্যন্তরীণ সংহতি বৃদ্ধি করতে সহায়ক হয়েছে।