ঝালকাঠিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে

মোঃ ইমরান মুন্সি প্রকাশিত: ১ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৩৪ আপডেট: ১ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৩৪ পিএম
ঝালকাঠিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে
ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ অভিযানে মো. আসলাম খান (২০) নামে একজন যুবককে আটক করা হয়। রবিবার, ৩১ আগস্ট ২০২৫, দুপুর ১টা ১০ মিনিটে ঝালকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ড, পার কিফাইত নগরের তালুকদার বাড়ির রাস্তার মাথায় সাকিল স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) মো. তারিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। স্থানীয়দের উপস্থিতিতে সন্দেহভাজন আসামী আসলাম খানকে আটক করে তার শরীর তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার পরিহিত কালো প্যান্টের বাম পাশের পকেট থেকে সাদা জিপার পলিপ্যাকের মধ্যে কালো কসটেপে মোড়ানো অবস্থায় ৭০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ডিবি পুলিশ জানায়, আটক যুবক আসলাম খান ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়নের রুনসি গ্রামের হুমায়ুন খানের ছেলে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
ঝালকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, 'আমরা মাদক নির্মূলের ব্যাপারে বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'বাংলাদেশে মাদকদ্রব্যের ব্যবহার একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে, যা দেশের যুব সমাজের জন্য হুমকি স্বরূপ। সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনী মাদক নির্মূলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এ ধরনের অভিযান সেই প্রচেষ্টারই একটি অংশ।
বিশ্লেষকরা বলছেন, মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা বন্ধ করতে হলে শুধুমাত্র গ্রেফতারই নয়, বরং মাদকের উৎস এবং সরবরাহ চেইনকে ভেঙে দিতে হবে। এছাড়া, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করাও জরুরি।

এই বিভাগের আরোও খবর

Logo