জয়পুরহাটে জমে উঠেছে শাড়ী ও থ্রি-পিছ কেনা-কাটার ধুম

মোঃ মুন্না হোসেন প্রকাশিত: ৯ এপ্রিল , ২০২৪ ০৭:৪০ আপডেট: ৯ এপ্রিল , ২০২৪ ০৭:৪০ এএম
জয়পুরহাটে জমে উঠেছে শাড়ী ও থ্রি-পিছ কেনা-কাটার ধুম
জয়পুরহাটে জমে উঠেছে শাড়ী ও থ্রি-পিছ কেনা-কাটার ধুম। বিভিন্ন শপিং মল ও কাপড়ের দোকানে তাই শোভা পাচ্ছে বাহারী সব নানা রং-বেরঙের ভারতীয় শাড়ী ও থ্রি-পিছের লেহেঙ্গা বিপুল সমাহার। সবধরনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করছে বলে জানালেন পুলিশ সুপার।

জয়পুরহাটে জমে উঠেছে শাড়ী ও থ্রি-পিছ কেনা-কাটার ধুম। বিভিন্ন শপিং মল ও কাপড়ের দোকানে তাই শোভা পাচ্ছে বাহারী সব নানা রং-বেরঙের ভারতীয় শাড়ী ও থ্রি-পিছের লেহেঙ্গা বিপুল সমাহার। সবধরনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করছে বলে জানালেন পুলিশ সুপার। 

ভি.ওঃ সীমান্ত ঘেঁষা জয়পুরহাট জেলা শহর সহ জেলার  বিভিন্ন এলাকার পরিধেয় কাপড়ের দোকানগুলোতে এখন শোভা পাচ্ছে নানান ধরনের শাড়ী ও থ্রি-পিছের লেহেঙ্গা সমাহার। নজরকারা ডিজাইন আর চাক-চিক্কের ভীরে হুমরি খেয়ে পড়ছেন নারী ক্রেতারা। যে খানে দাম যেন কোন সমস্যাই নয়, নারী ক্রেতারা শুধু দেখছেন তাদের পছন্দ সই থ্রী-পিছ লেহেঙ্গা বা শাড়ী। কিনছেন যে যার পছন্দ মত।


ভক্সপপঃ ক্রেতা বিক্রেতা

ভি.ও ব্যবসায়ীরা বলছেন এবার ভারতীয় শাড়ি থ্রি-পিচসহ অন্যন্যা জিনিসপত্র কম বিক্রি হচ্ছে। তবে গত বছরের চেয়ে এবারে বেচাকেনা কম   বলে জানান তারা।


ভক্সপপঃ  ক্রেতা বিক্রেতা


গতবারের চেয়ে এইবার ব্যবসার পরিবেশ অনেক  ভালো। ক্রেতাদের সনাগম অনেক বেশি তারা সাচ্ছন্দে কেনাকাটা করছেন। বাণিজ্যকভাবে কোন টানাপোড়েন নাই। পুলিশ প্রশাসন সবসময় তৎপর রয়েছে। আমাদের কে সর্বাত্মক সহযোগিতা করছেন। 


সিংকঃ মোঃ মাসুদ পারভেজ (বাবু) সাধারণ সম্পাদক পূর্ব বাজার কাপড় ব্যবসায়ী মালিক সমিতি, জয়পুরহাট। 

ঈদ কে সামনে রেখে জয়পুরহাটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

বাইরে থেকে কেউ এসে যেন হয়রানির শিকার না হয় সেইদিকে আমরা নজর রাখছি। দোকানিরা যেন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করতে না পারে সেদিকে খেয়াল রাখছি। এবং সর্বোপরি শহরে রাস্তার কাজের জন্য কোন যানজট সৃষ্টি না হয় সেই জন্য রুটে শনের ব্যাবস্থা করা হয়েছে। জেলাবাসী যেন স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারে সেইজন্য  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

সিংকঃ মোহাম্মদ নূরে আলম, পুলিশ সুপার জয়পুরহাট।


প্রে-অফঃ ঈদের কেনাকাটা করতে গিয়ে কোন হয়রানি এবং  ঝামেলায় যেন পড়তে না হয় সেই জন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। 

এই বিভাগের আরোও খবর

Logo