জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা—চেয়ারম্যান প্রার্থী সাফিতের উদ্যোগে নকলায় ব্যতিক্রমী ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ আগস্ট , ২০২৫ ১৮:৪৫ আপডেট: ১১ আগস্ট , ২০২৫ ১৮:৪৫ পিএম
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা—চেয়ারম্যান প্রার্থী সাফিতের উদ্যোগে নকলায় ব্যতিক্রমী ক্যাম্পেইন

শেরপুর জেলার নকলা উপজেলার ২ নং নকলা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী রেজাউল হাসান সাফিত এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধনাকুশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সেবামূলক কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনে ২০০ জনের ব্লাড গ্রুপিং সেবা প্রদান করা হয় এবং পাশাপাশি প্রায় ১০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে সাধারণ রোগী প্রায় ৮০ জন এবং শিশু রোগী ২০ জন ছিলেন।
চিকিৎসা সেবা প্রদানে অভিজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। রোগীরা বিনামূল্যে চিকিৎসা, প্রেসক্রিপশন ও প্রাথমিক সেবা পান।
প্রধান উদ্যোক্তা ও চেয়ারম্যান প্রার্থী রেজাউল হাসান সাফিত বলেন—
“আমার স্বপ্ন একটি সুন্দর, সুস্থ ও সচেতন ইউনিয়ন গড়ে তোলা। আমি চাই ইউনিয়নের প্রতিটি মানুষ সঠিক সময়ে সঠিক চিকিৎসা পাক। এ ধরণের সেবামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।”
এ সময় স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের সেবা মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে।

এই বিভাগের আরোও খবর

Logo