চিরকুটের সেই মোবাইল নাম্বারের সূত্র ধরে দুই মিটার চোর গ্রেফতার; চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার

মোঃ এরশাদ আলী প্রকাশিত: ২১ মার্চ , ২০২৪ ০৬:৫৭ আপডেট: ২১ মার্চ , ২০২৪ ০৬:৫৭ এএম
চিরকুটের সেই মোবাইল নাম্বারের সূত্র ধরে দুই মিটার চোর গ্রেফতার; চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার
বগুড়ার আদমদীঘি উপজেলায় রাত হলেই কোনো না কোনো এলাকার বৈদ্যুতিক মিটার চুরি ঘটনা ঘটে চলেছে। মিটার চুরির পর চোরেরা ফেলে যাচ্ছে একটি চিরকুট।

বগুড়ার আদমদীঘি উপজেলায় রাত হলেই কোনো না কোনো এলাকার বৈদ্যুতিক মিটার চুরি ঘটনা ঘটে চলেছে। মিটার চুরির পর চোরেরা ফেলে যাচ্ছে একটি চিরকুট।

চিরকুটে মোবাইল নাম্বারের সাথে লেখা মিটার চোর। সেই নাম্বারে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৮ হাজার থেকে ১৫ হাজার পর্যন্ত টাকা পাঠানোর পর পাওয়া যায় মিটার। তবে এবার চিরকুটের সেই নাম্বারের সূত্র ধরেই মিটার চোর চক্রের দুই সদস্যকে

গ্রেফতারসহ সরঞ্জাম উদ্ধার করেছে আদমদীঘি থানা।মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে জঙ্গলের ভেতর থেকে একটি বৈদ্যুতিক মিটারসহ চুরি যাওয়া সরঞ্জামাদী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওইদিন রাতে বগুড়া সদর থানার নামুজা ইউনিয়নের টেংরা বাজার এলাকা থেকে সাদনা পাড়ার সমিরুদ্দিনের ছেলে মোমিন (২২) ও ছাতিয়ানগ্রাম থেকে কাচু মন্ডলের ছেলে মোমিনকে (২৭) গ্রেফতার করা হয়। বুধবারে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, গভীর নলকুপের মিটার চুরির অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তির সহায়তার মাধ্যমে মিটার চোর সনাক্ত করা হয়। এরপর গ্রেফতারকৃতদের তথ্যমতে চুরি যাওয়া একটি বৈদু্যুতিক মিটার, একটি কাটাউট ও একগুচ্ছ তার উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo