কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার, আলিকামোড়া ও ফাঐ গ্রামে মাদকদ্রব্য ব্যবসা নির্মূল করতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী। এসময় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করণ এবং যুব সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ এএমএফ উচ্চ বিদ্যালয় মাঠে ওই মানববন্ধন বিক্ষোভ মিছি হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে দুই শতাধিক এলাকাবাসী ও বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে মাদক বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বক্তৃতা করেন- মাইজখার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, ৫নং ওয়ার্ড মেম্বার মো. বিল্লাহ হোসেন, এলাকাবাসীর পক্ষে মো. আবুল হোসেন, মো. জসিম উদ্দিন, মো. সেলিম, মো. সিরাজুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন- ফাঐ বাজারের আশে-পাশে একটি উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং কয়েকটি মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় মাদক সেবনের স্পট তৈরী করে যুব সমাজকে ধ্বংস করছে বিল্লাল, সুমন, মানিক, জিলানীসহ কতিপয় মাদক ব্যবসায়ী। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে মাদক ব্যবসায়ীরা এলাকাবাসীকে মামলার হুমকি ও প্রাণ নাশের ধমকি দেন। তাদের হাত থেকে সমাজকে রক্ষার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলা কমিটির সদস্য আবু সাইদ, সাদ্দাম, সোহাগ হোসাইন, আতিক হাসান, নোমান খন্দকার, আবু রায়হান, গ্রামবাসীর পক্ষে হাজী আবদুল জলিল, রাজ্জাক, ওসমান, সাদর আলী, রফিকুল ইসলাম, হাফিজুল্লাহ, সুমন, জয়নাল, নেছার আহমেদ, মাসুদ, মোহাম্মদ আলী, জুয়েল, ওসমান প্রধান, শহিদুল ইসলাম, মফিজুল ইসলাম, মো. জয়নাল প্রধান প্রমুখ। মানববন্ধনে এএমএফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, মানববন্ধনের বিষয়টি শুনেছি। যেসব লোকের নাম বলা হচ্ছে তাদের বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।