চাটখিল পৌর বাজারের হ্যাপী টেইলার্স থেকে দিনে-দুপুরে নগদ ১০ লাখ টাকা সহ ১৮টি মোবাইল ফোন চুরির হওয়ার ঘটনা ঘটেছে।
এই ঘটনায় ঐ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কৃষ্ণধন কর্মকার চাটখিল থানায় গতকাল মঙ্গলবার রাতে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, কৃষ্ণধন কর্মকার প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে দোকান খুলে দোকানের মালামাল সাজানোর কাজে ব্যস্ত ছিলেন। এসময় দুই ব্যক্তি দোকানে ঢুকে একজনে সাবান অপরজনে মাক্স কিনে নেয়। তার পরবর্তীতে কৌশলে ঐ দুই ব্যক্তি তার দোকানে ব্যাগে থাকা নগদ ১০ লাখ টাকা ও ১৮ টি মোবাইল ফোন সহ ব্যাগ চুরি করে নিয়ে যায়।
ব্যবসায়ী কৃষ্ণধন কর্মকার জানান, এসব মোবাইল দিয়ে তিনি বিকাশ ও নগদ সহ সকল ধরনের মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতেন। ১৮টি মোবাইলের মধ্যে ৯টি বিভিন্ন ব্যান্ডের স্মার্টফোন।
চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।