সেনবাগ উপজেলার ৩ নং ডমুরুয়া ইউনিয়নের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মানিক মেম্বার চাঁদা না দেওয়ায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট, প্রায় অর্ধকোটি টাকার সম্পদ নষ্ট হয়।তার পরিবার ও সন্তানদের ও নামে বেনামে হত্যার হুমকি দিচ্ছে, বিভিন্নভাবে হয়রানি করতেছে। কাদের ছত্র ছায়ায় প্রকাশ্য দিবালোকে চাঁদা চাওয়া, না দেওয়ায় ব্যবসায় হামলা,ভাংচুর, লুটপাট, পরিবারে হামলা করতেছে। প্রশাসনের নাকের ডগায় এগুলো করতেছে।প্রশাসন নীরব। যেন দেখার কেউ নাই। আমরা চাই প্রকৃত অপরাধীর বিচার হোক,ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি পুরোন দাবি করতেছি। চাঁদাবাজদের বিরুদ্ধে সেনবাগ থানায় অভিযোগ করা হয়েছে। প্রশাসন অপরাধীর এরেস্ট করে সঠিক বিচার প্রয়োগ করবে।আমরা প্রত্যাশা রাখি।
কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ, ক)মাসুদুর রহমান। পিতা এ কে এম গোলাম রাব্বানী, গ্রাম ডমুরুয়া।
খ)মোস্তফা (ভগ্নিপতি) পিতা আবুল কালাম আজাদ,গ্রাম ডমুরুয়া।
গ)আইয়ুব আলী, পিতা ইলিয়াস মেম্বার,গ্রাম বাবু পুর শ্রীপুর।