চাঁদার দাবীতে ব্যবসায়ীকে আটকে রাতভর নির্যাতন কথিত নামধারী বিএরপি নেতা,শহিদ

গোলাম রাব্বানী প্রকাশিত: ২৮ ডিসেম্বর , ২০২৪ ১৭:২১ আপডেট: ২৮ ডিসেম্বর , ২০২৪ ১৭:২১ পিএম
চাঁদার দাবীতে ব্যবসায়ীকে আটকে রাতভর নির্যাতন কথিত নামধারী বিএরপি নেতা,শহিদ
সাভার বাজার রোডে রনি নামে এক ব্যবসায়ীকে আটক করে রাতভর চাঁদার দাবীতে মারধর করে ও উলঙ্গ করে গান বাজিয়ে নাচিয়ে নির্যাতন করা হয়।

সাভার বাজার রোডে রনি নামে এক ব্যবসায়ীকে আটক করে রাতভর চাঁদার দাবীতে মারধর করে ও  উলঙ্গ করে গান বাজিয়ে নাচিয়ে নির্যাতন করা হয়। বাজার রোডের কথিত বিএনপি নামধারী নেতার ঘনিষ্ঠ সহযোগী  বাংলা মদ ব্যবসায়ী শহীদ ওরফে চুয়ানী শহীদ তার নিজের অফিসে আটকিয়ে এই নির্যাতন চালায়। ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, বিগত অনেক দিন যাবত শহীদের এলাকায় রনি ব্যবসা করে আসছিলো, তাই চুয়ানি শহিদ চাদা দাবী করেছিলো ১ লক্ষ টাকা। এর প্রেক্ষিতে রোব বার রাত ১১ টার দিকে ভুক্তভোগী ব্যবসায়ী তার নিজ বাসায় যাওয়ার পথে বাজার রোডে ব্যাংক এশিয়ার সামনে থেকে চুয়ানি শহিদ,কাজি সাজ্জাদ ও তার লোকজন তাকে পথরোধ করে। কোন কিছু বুঝার আগেই ভুক্তভোগী রনিকে জোরপূর্বক ধরে শহীদের নিজস্ব আস্তানায় নিয়ে যায়। পরবর্তীতে দাবীকৃত চাদার টাকা দিতে রনিকে মারধর করে,জামাকাপড় খুলে গান ছেড়ে নাচতে ব্যধ্য করা হয়। এই শলয় শহিদ ও তার সহযোগীরা টাকা আনতে রনির বাসায় ফোন করায়,এবং টাকা নিয়ে এসে রনিকে ছাড়িয়ে নিয়ে যেতে বলে। সেসময় ৫ নং ওয়ার্ড কাজি অফিসের সহকারী কাজি সাজ্জাদ বাংলা মদ খাচ্ছিলো আর তার সহযোগীদের বলছিলো আরো মারধরের পরিমান বাড়িয়ে দে,তাহলে তাড়াতাড়ি টাকা আনবে।পরে শহিদ আর সাজ্জাদ মিলে রনিকে হাত বেধে মহিলাদের শাড়ি পেছিয়ে আবার গান ছেড়ে নাচতে বাধ্য করেছে। রনিকে টাকা আনতে বার বার পিটাচ্ছিলো এই শহিদ ও সাজ্জাদ গং। এভাবে রাত ৪ টা পর্যন্ত রনির পরিবার কোন উপায় না পেতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে। এ দিকে রনির আর্তনাদে আশেপাশের লোকজন জানাজানি হয়ে গেলে ভুক্তভোগীকে আহত অবস্থায় আশিক স্টিল নামক দোকানের সামনে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে, রনির পরিবারের সাথে যোগাযোগ করে রনিকে সরকারি হাসপাতালে ভর্তি করায়। রনির পরিবার মামলার প্রস্তুতি মূলক সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। এস আই মেহেদী হাসান তদন্ত দায়িত্ব পেয়েছেন বলে জানা যায়। 

এই বিভাগের আরোও খবর

Logo