ঘরে তালা দিয়ে ওয়াজ শুনতে গেলেন নানা-নানি, ভেতরে পুড়ে মরল শিশু

মোঃ লাদেন মিয়া প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী , ২০২৫ ১১:৩৮ আপডেট: ১৬ ফেব্রুয়ারী , ২০২৫ ১১:৩৮ এএম
ঘরে তালা দিয়ে ওয়াজ শুনতে গেলেন নানা-নানি, ভেতরে পুড়ে মরল শিশু

কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকা‌ণ্ডে আইরিন খাতুন (৪) না‌মে এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। গতকাল শুক্রবার রাত সা‌ড়ে ১০টার দি‌কে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় এ ঘটনা ঘ‌টে।মারা যাওয়া আইরিন উপ‌জেলার না‌জিমখান ডাংঘাট এলাকার আল-আমিনের মে‌য়ে। শিশু‌টি‌কে তার নানাবা‌ড়ি‌তে রে‌খে বাবা-মা ঢাকায় চাক‌রি ক‌রেন ব‌লে জানা গে‌ছে।ফায়ার সা‌র্ভিস ও স্থানীয়রা জানায়, শুক্রবার রা‌তে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় এক‌টি ওয়াজ মাহ‌ফিলের আয়োজন করা হয়। রা‌তে শিশু আইরিন‌কে ঘ‌রে রে‌খে আব্দুল হান্নানের বা‌ড়ির লোকজন ওয়াজ শুন‌তে যান। এ সময় বৈদ‌্যু‌তিক শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হয়। মুহূ‌র্তেই ঘ‌রের চার‌টি কক্ষ ও এক‌টি রান্নাঘর পু‌ড়ে ছাই হ‌য়ে যায়।এ সময় ঘ‌রে তালাবদ্ধ থাকা আব্দ‌ুল হান্না‌নের নাত‌নি আইরিন আক্তার ঘুমন্ত অবস্থায় মারা যায়।রাজরহাট ফায়ার সা‌র্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের স্টেশন ইনচার্জ আবু তা‌হের ব‌লেন, প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে, বৈদ‌্যু‌তিক শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত। ঘ‌রে তালাবদ্ধ থাকা অবস্থায় আইরিন না‌মে এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। এ ছাড়া আগু‌নে প্রায় চার লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

এই বিভাগের আরোও খবর

Logo