জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ/২৪ রবিবার গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ/২৪ রবিবার গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুখ হায়দার হোসেন। লাইব্রেরিয়ান মো. কামাল হোসেনের সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুখ হায়দার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ তোমাদের জানতে হবে। তিনি সারাজীবন এদেশের মানুষের জন্য কাজ করে গেছেন। শিক্ষা সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে তাঁর অবদান বিশেষ উল্লেখযোগ্য। বঙ্গবন্ধু আপাদমস্তক একজন দৃঢ় প্রত্যয়ী সংগ্রামী মানুষের পাশাপাশি ছিলেন কোমলমতি শিশুদের প্রতি অত্যন্ত কোমল প্রকৃতির। এসময় তিনি বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন থেকে বিভিন্ন উদ্ধৃতি তোলে ধরেন এবং সবাইকে তা পড়ার আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. রেজওয়ান হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রাকিবুল হাসান, বাংলা বিভাগের প্রভাষক দিলরুবা ইয়াসমিন।
দোয়া মাহফিল পরিচালন করেন রাষ্ট্রবিভাগ বিভাগের প্রভাষক নজরুল ইসলাম। ১৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাসুদা আক্তার, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক মো. মোস্তাকিম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. আবদুল্ল্হা আল মামুন, প্রভাষক নুরুল্লাহ মুত্তাকী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সেলিম আল রাজ, সমাজকর্ম বিভাগের প্রভাষক ইয়াছির আরাফাত, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক মাহাবুব আলম আকন্দ, প্রভাষক মো. আঃ আলীম খান, শামছুন নাহার বেগম, জান্নাতুল হাওয়া, নাঈম আহমেদ দিহান, শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান প্রমুখ।