ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কলেজ মাঠে প্রধান অতিথি থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন কলেজের এডহক কমিটির সভাপতি তানজীন চৌধুরী লিলি। এ সময় তিনি বলেন, খেলাধূলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নৈতিক মান বৃদ্ধি করতে সহায়তা করে। পড়াশোনার পাশাপাশি খেলাধূলার মাধ্যমে শরীর চর্চা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে মানসিক উৎকর্ষগুলোকে বিকশিত করতে হবে। অধ্যক্ষ মো: মাহবুবুল আলম খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ড. মো: হারুনুর রশিদ। সহকারী অধ্যাপক শারমিন রহমান, প্রভাষক সেলিম আল রাজ ও মোহাম্মদ শাহজাহান সিরাজের যৌথ সঞ্চালনায় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আব্দুল ছিদ্দিক, সহকারী অধ্যাপক ফারুখ হায়দার হোসেন, সহকারী অধ্যাপক মো: তামজিদুর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সুজিত চন্দ্র দাস, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব প্রমুখ। ক্রীড়া অনুষ্ঠান পরিচালন করেন শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না। অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।