ময়মনসিংহের গৌরীপুর উপজেলা জিয়া পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা জিয়া পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় অভিজাত হোটেল ট্রিপল ট্রি ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাংবাদিক মো. সাজ্জাতুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের সভাপতি, সম্মিলিত পেশাজীবি পরিষদের সহসভাপতি ও বাংলাদেশ এনেস্থেসিয়া সোসাইটির সিনিয়র সহসভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী। এ সময় উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নুর হাদীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক ড. মো. শাহজাহান, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মো. ইউসুফ লিটন, ময়মনসিংহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদ ও চিকিৎসক সংগঠনের নেতা ডা. পারভেজ শামছ, ডা. ইসহাক, ডা. কামাল উদ্দিন, ডা. ঈশা খান রাজ,ডা. আসাদুজ্জামান রতন, জিয়া পরিষদ বাকৃবি শাখার সভাপতি প্রফেসর আ: কদ্দুস, মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এসকে আলম, ময়মনসিংহ মহিলা কলেজের অধ্যক্ষ সাইকুল ইসলাম মল্লিক প্রমুুখ।
এদিকে জেলা জিয়া পরিষদের সভাপতি, সম্মিলিত পেশাজীবি পরিষদের সহসভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী ময়মনসিংহ জেলা জিয় পরিষদের সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী "বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিষ্টস ক্রিটিক্যাল কেয়ার এন্ড পেইন ফিজিশিয়ানস এর কার্যকরী পরিষদের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়ায় জিয়া পরিষদ
গৌরীপুর উপজেলা শাখা পক্ষ থেকে তাকে ক্রেস্ট দিয়ে সম্বধর্না দেওয়া হয়। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা জিয়া পরিষদের কার্যকরি কমিটির সদস্যগণ সহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বিকাল ৪টায় ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকীর নেতৃত্বে জেলা জিয়া পরিষদের উদ্যোগে নগরীর নতুন বাজার মোড়ে দুশতাধিক পথচারী ও শ্রমজীবিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।