গাইবান্ধায় জেলা প্রশাসকের পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন

মো: শাকির হোসাইন প্রকাশিত: ২১ নভেম্বর , ২০২৪ ১৬:১৩ আপডেট: ২১ নভেম্বর , ২০২৪ ১৬:১৩ পিএম
গাইবান্ধায় জেলা প্রশাসকের পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন
গাইবান্ধায় পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসকের আয়োজনে বুধবার (২০ নভেম্বর) সকালে এ কর্মসুচির উদ্বোধন করা হয়।

গাইবান্ধায় পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে।  গাইবান্ধা জেলা প্রশাসকের আয়োজনে বুধবার (২০ নভেম্বর) সকালে  এ কর্মসুচির উদ্বোধন করা হয়। গাইবান্ধা জেনারেল হাসপাতালের সামনে পরিচ্ছন্ন গাইবান্ধা অভিযান ২০২৪ এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম।এসময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান, ছাত্রশিবিরের জেলা সভাপতি ওমর সানী আকন্দ,  জেলা সেক্রেটারি রুম্মান ফেরদৌস,  জেলা ছাত্রদলের সেক্রেটারি তারেক রহমানসহ আরো অনেকে।এ সময় জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম বলেন,  সুন্দর জীবন নিয়ে বেঁচে থাকতে হলে, আমাদের পরিবেশ আমাদেরকেই সুন্দর রাখতে হবে। পরিবেশ সুন্দর রাখতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সকলকে একসাথে কাজ করার আহবান জানান গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান।ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আমাদের নিজেদের পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সমাজের সকলকে এব্যাপারে সচেতন করে তুলতে পারলেই পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব।

এই বিভাগের আরোও খবর

Logo