‘কৃষিই সমৃদ্ধি’ এবং ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রণোদনা ২০২৪-২৫ কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ
‘কৃষিই সমৃদ্ধি’ এবং ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রণোদনা ২০২৪-২৫ কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর ট্রেতে উৎপাদিত ধানের চারা রাইসট্রান্সপ্লান্টারের সাহায্যে রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গলাচিপা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০টায় সদর ইউনিয়নের মুরাদনগর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। ৫০ একর জমিতে ব্লক প্রদর্শনীতে ট্রেতে ধানের বীজ তৈরি, আধুনিক যন্ত্রের সাহায্যে ধানের বীজ রোপন ও পাকা ধান কর্তন, সার ও কীটনাশক প্রয়োগবাবদ সব খরচ বহন করবে উপজেলা কৃষি অফিস। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পটুয়াখালীর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার খায়রুল ইসলাম মল্লিক, সহকারী কমিশনার (ভূমি) নাসিম রেজা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু প্রমুখ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। এছাড়া সরকারী ও কৃষি অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রান্তিক কৃষক-কৃষানীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন প্রান্তিক কৃষকদের উদ্দেশ্যে বলেন, এক সময় গরু দিয়ে হাল চাষ করা হতো। বর্তমানে আধুনিক যন্ত্রের সাহায্যে সমন্বিত বীজ তৈরি, চারা রোপন, ধান কর্তন, ধান গাছ পরিচর্যা সব একসঙ্গে করা যাবে। আধুনিক এই যন্ত্রের সাথে আপনাদেরকে আজ পরিচত করা হলো। আশা করি আপনারা এর থেকে উদ্বুদ্ধ হবেন। তার মাধ্যমে কুষির উৎপাদন আরও বৃদ্ধি পাবে। কৃষক না বাঁচলে বাংলাদেশ বাঁচবেনা।