খেলাফত মজলিস কমলগঞ্জ শাখার দ্বি বার্ষিক শুরা অধীবেশন সম্পন্ন

জায়েদ আহমেদ প্রকাশিত: ৩ মার্চ , ২০২৫ ১৬:০০ আপডেট: ৩ মার্চ , ২০২৫ ১৬:০০ পিএম
খেলাফত মজলিস কমলগঞ্জ শাখার দ্বি বার্ষিক শুরা অধীবেশন সম্পন্ন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শাখার দ্বী বার্ষিক মজলিসে শুরার অধীবেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১মার্চ) বেলা ১১টায় ভানুগাছ জায় গ্রামের বাড়ি চাইনিজ রেষ্টুরেন্টে মুফতি সামছুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসাইন আহমদ খালেদ এর পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে দারসে কুরআন, শাখার বার্ষিক রিপোর্ট পেশ-পর্যালোচনা, দ্বি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ এবং ২০২৫-২৬ সেশনের জন্য শাখার পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করা হয়। 
মজলিসে শুরার সদস্যদের গোপন ভোটে নতুন সেশনের জন্য সভাপতি পুনঃনির্বাচিত হন মুফতি শামসুল ইসলাম লিয়াকত এবং সাধারণ সম্পাদক  মাওলানা হোসাইন আহমদ খালেদ।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন ও নির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের মৌলভীবাজারের জেলা সভাপতি শায়খুল হাদীস ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সহ-সভাপতি মাওলানা শায়খ নুরুল মুত্তাকীন জুনাইদ, জেলা সেক্রেটারী- মুহিবুল ইসলাম, সহ-সেক্রেটারী- মাওলানা সৈয়দ সাইফুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান শেষে জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, লেখক, গবেষক ও সহিত্যিক মাওলানা শাহ মো: নজরুল ইসলাম এর সুস্থ্যতা কামনা করে জেলার সহ-সভাপতি মাও: নুরুল মুত্ত্বাকীন জুনাইদ এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই বিভাগের আরোও খবর

Logo