মুন্সীগঞ্জে টানা তাপদাহ থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ আদায়

আল আমিন প্রকাশিত: ২৫ এপ্রিল , ২০২৪ ১৬:২৩ আপডেট: ২৫ এপ্রিল , ২০২৪ ১৬:২৩ পিএম
মুন্সীগঞ্জে টানা তাপদাহ থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ আদায়
টানা তাপদাহ থেকে রক্ষা পেতে রহমতের বৃষ্টি প্রার্থনায় পৃথক স্থানে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে প্রথম নামাজ আদায় হয় পৌর এলাকার পশ্চিম দেওভোগ বিলেরকানি অনির্বাণ ঈদগাহ মাঠে।

টানা তাপদাহ থেকে রক্ষা পেতে রহমতের বৃষ্টি প্রার্থনায় পৃথক স্থানে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে প্রথম নামাজ আদায় হয় পৌর এলাকার পশ্চিম দেওভোগ বিলেরকানি অনির্বাণ ঈদগাহ মাঠে।

এতে ইমামতি করেন বাগমামুদালীপাড়া জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়া।এ ছাড়াও সকাল ১০টার দিকে শহরের চর কিশোরগঞ্জ মোল্লারচর ঈদগাহ ময়দানে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা নিয়ামত উল্লাহর ইমামতিতে আরেকটি জামাত অনুষ্ঠিত হয়।

এসময় দুই রাকাত ইসতিসকার নামাজের পূর্বে নসিহতপূর্ণ আলোচনা করা হয়।নামাজ শেষে আল্লাহ তাআলার দরবারে  রহমতের বৃষ্টির আশায় দুই হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা।

এই বিভাগের আরোও খবর

Logo