খাগড়াছড়িতে ট্রাক-দূর্ঘটনায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জেলা সদরের জিরো মাইল সংলগ্ন মোড়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতকে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছেন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ লোভেল এ তথ্য নিশ্চিত হয়ে বলেন খাগড়াছড়িগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেলের সাথে সরাসরি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মো. ফিরোজ নামে নিহত হন। মো: ফিরোজের বাড়ি বান্দরবান জেলার লামা উপজেলায়।মোটরসাইকেলে থাকা আরেকজন মো: রাকিব গুরুতর আহত হন। এ ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন। বর্তমানে ট্রাকটি জব্দ করে পুলিশ হেপাজতে রেখেছে।