নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ও (কেন্দুয়া - আটপাড়া) সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম হিলালীর নির্দেশে সাধারণ কৃষকদের জমির ধান কেটে ঘরে তুলতে সহযোগিতা করছে কৃষক দল ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দলপা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে উপজেলা কৃষক দল এবং সাংগঠনিক সম্পাদক শফিউল আলম ডালিমের নেতৃত্বে উপজেলার দলপা ইউনিয়নে এমন অভিনব ও সৌহার্দপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা ।
জানা যায়, দলপা ইউনিয়নের দনিয়াগাঁও গ্রামের কাঞ্চন মিয়ার ১একর জমির ধান কেটে দেয় দলপা ইউনিয়ন কৃষক দল । এবং এ কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে চলছে ও চলবে প্রতিটি ইউনিয়নে । আবহমান বাংলার চিরাচরিত এমন রূপ নতুন করে ফিরে আসায় আনন্দের ফাল্গুধারা বিরাজ করছে স্থানীয় কৃষক ও কৃষাণীদের চোখে মুখে ।
উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম ডালিম বলেন, উৎসবমুখর পরিবেশে দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক সাদেক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব আলী বাকের শাওন, ইউনিয়ন জাসাস এর সদস্য সচিব ফারুক খানের উপস্থিতিতে ৪ শত নেতৃবৃন্দকে নিয়ে কাঞ্চন মিয়ার ১ একর জমির ধান কাটার জন্য প্রস্তুত হয় সেখানে সকল নেতৃবৃন্দ এক যুগে কাঞ্চন মিয়ার জমিতে ধান কেটে বাড়িতে নিয়ে মাড়াই করে দেয় । তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য জেলা বিএনপির সদস্য সচিব, কেন্দুয়া আটপাড়া আসনের বিএনপির নমিনি আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী সাহেবের নির্দেশনায় কেন্দুয়া উপজেলা কৃষক দল সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য ধান কাটার উদ্যোগ নিই । এবং ধান কাটার জন্য প্রতিদিন ইউনিয়নে গিয়ে কাজ করি ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহীন আলম সাকী, যুগ্ম সম্পাদক হোসেন সোহরাব হোসেন ছোরাব, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শফিক খান মিল্কী, সাংগঠনিক সম্পাদক ও কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন সালাম, জেলা জাতীয়তাবাদী সমবায় দল সদস্য সচিব নজরুল ইসলাম, জেলা জিয়া মঞ্চের সহসভাপতি মোঃ আল আমিন, দলপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন, সাধারণ সম্পাদক আরিয়ান রিপনসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।