কালকিনিতে বাল্যবিয়ে প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

মাসুদ রেজা ফিরোজী প্রকাশিত: ৫ মে , ২০২৪ ১৬:১৭ আপডেট: ৫ মে , ২০২৪ ১৬:১৭ পিএম
কালকিনিতে বাল্যবিয়ে প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত
ছেলে হোক, মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট, এই শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা বিষয় ছিল পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি,নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ক উদ্বুদ্ধ করণ।

ছেলে হোক, মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট, এই শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা বিষয় ছিল পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি,নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ক উদ্বুদ্ধ করণ।

শনিবার (৪ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরি মোর্শেদ আলম, উপপরিচালক ওয়ালিউর রহমা, মেডিকেল অফিসার ডা. ফারহানা আফরোজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল, আবদুল মালেক, ইউপি চেয়ারম্যান মো. মাহাবুবুর রহিম মুরাদ, মো. সিরাজুল হক সরদার, মো.নেয়ামুল আকন ও প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন প্রমুখ।


এই বিভাগের আরোও খবর

Logo