ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মংচেনলা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া আক্তার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কিং ফয়সালসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন মাদ্রাসার ছাত্র-ছাত্রী।
দোয়া মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রুহুল আমিন।