বুমরাহকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ভারত

ওবায়দুল হক প্রকাশিত: ৩ আগস্ট , ২০২৩ ১৯:২৪ আপডেট: ৩ আগস্ট , ২০২৩ ১৯:২৪ পিএম
বুমরাহকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ভারত
৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ।

৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় ভারতকেই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ভাবা হচ্ছে।কিন্তু ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ বলছেন ভিন্নকথা। তিনি তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে ছাড়া ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মানতে নারাজ। মোহাম্মদ কাইফ বলেন, আমি মনে করি বুমরাহ যদি পুরোপুরি ফিট হয়ে ফিরে আসে, তাহলে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বুমরাহ পুরোপুরি ফিট থাকলে ঘরের মাঠে ভারত শক্তিশালী দল হবে। ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান।

সেই ম্যাচ নিয়ে মোহাম্মদ কাইফ বলেন, ভারত সব সময় পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে। পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ডও ভালো; কিন্তু এই মুহূর্তে ভারতকে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী বলে মনে হচ্ছে না। কারণ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অনুপস্থিত। গত বছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটের কারণে খেলতে পারেননি বুমরাহ। যে কারণে ভারত আইসিসি ইভেন্টে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। আসন্ন বিশ্বকাপেও যদি বুমরাহ খেলতে না পারেন তাহলে বিশ্বকাপ জয় কঠিন হবে বলছেন কাইফ। মোহাম্মদ কাইফ বলেন, আমরা লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার ও ঋষভ পন্থকে বিশ্বকাপে মিস করব।

বুমরাহ সবচেয়ে বড় ফ্যাক্টর। সে যদি বিশ্বকাপে খেলতে না পারে তাহলে ভারতকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। আমরা এখনো বুমরাহর ব্যাকআপ তৈরি করতে পারিনি। বুমরাহ না খেললে আমরা (বিশ্বকাপে) হারতেও পারি। চলতি মাসের ১৮, ২০ ও ২৩ তারিখ দুবাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই দলে ফেরানো হয়েছে চোটের কারণে দীর্ঘদিন পেশাদার ক্রিকেট থেকে দূরে থাকা বুমরাহকে। আইরিশদের বিপক্ষে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বুমরাহ। ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিশ্বাস আয়ারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপে খেলে ফর্মে ফেরার মাধ্যমে বিশ্বকাপে নিজের সেরাটা উজার করে দেবেন বুমরাহ। 

এই বিভাগের আরোও খবর

Logo