নওগাঁয় মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

এস.এম.সুলতান মাহমুদ প্রকাশিত: ১৪ জানুয়ারী , ২০২৫ ১৪:৫৮ আপডেট: ১৪ জানুয়ারী , ২০২৫ ১৪:৫৮ পিএম
নওগাঁয় মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
'নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে' স্লোগানে নওগাঁয় তারুণ্যের উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 'নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে' স্লোগানে নওগাঁয় তারুণ্যের উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নওগাঁ শহরের পুরাতন কালেক্টরেট চত্বর মুক্তমঞ্চে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক লোকমান হোসেন, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান এসএম আশিফ, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা ডিবেট ক্লাবের সভাপতি তানজিম বিম বারী, রিফাত বিন রাজীব ও রাশবদ আনজুম তন্ময় সহ অন্যরা। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মর্ডারেটরের দায়িত্ব পালন করেন  বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ,নওগাঁর অধ্যক্ষ মো.শরিফুর  রহমান। আয়োজকরা জানান, বির্তক প্রতিযোগিতার প্রথম পর্যায়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ,নওগাঁ, কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়, নওগাঁ,  নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নওগাঁ জিলা  স্কুল অংশ নিয়ে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নওগাঁ জিলা স্কুলকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়। এরপর চূড়ান্ত পর্যায়ে ‘ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিমুখিতাই তরুণ তরুণীদের মাদকাসক্তির প্রধান কারণ- বিষয়ে পক্ষে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে নওগাঁ জিলা স্কুলের মধ্যে বিকর্ত হয়। বিপক্ষে নওগাঁ জিলা স্কুল বিজয় এবং রানাস আপ হয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ফরহান সাদিক। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

 

এই বিভাগের আরোও খবর

Logo