“আজিজিয়া দারুল আরকাম তাহফীজুল কোরআন মাদ্রাসায়” ৯ রমজানের তারাবীহ নামাজে কোরআনের ১ খতম সম্পূর্ণ

মোঃ ইসমাইল ইমন প্রকাশিত: ২১ মার্চ , ২০২৪ ০৮:১২ আপডেট: ২১ মার্চ , ২০২৪ ০৮:১২ এএম
“আজিজিয়া দারুল আরকাম তাহফীজুল কোরআন মাদ্রাসায়” ৯ রমজানের তারাবীহ নামাজে কোরআনের ১ খতম সম্পূর্ণ
চট্টগ্রাম নগরীর জনবহুল এলাকা চকবাজার ১৭ নং ওয়ার্ডের পশ্চিম বাকলিয়া সৈয়দ শাহ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান "আজিজিয়া দারুল আরকাম তাহফীজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজানের খতমে তারাবীহতে ৯ রমজানে পবিত্র কোরআনের এক খতমের মাধ্যমে তারাবীহ নামাজ সম্পূর্ণ হয়েছে।

চট্টগ্রাম নগরীর জনবহুল এলাকা চকবাজার ১৭ নং ওয়ার্ডের পশ্চিম বাকলিয়া সৈয়দ শাহ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান "আজিজিয়া দারুল আরকাম তাহফীজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজানের খতমে তারাবীহতে ৯ রমজানে পবিত্র কোরআনের এক খতমের মাধ্যমে তারাবীহ নামাজ সম্পূর্ণ হয়েছে।

২০ শে মার্চ (বুধবার) এশার নামাজ পরবর্তী খতমে কোরআনের মধ্য দিয়ে তারাবীহ শেষে মাওলানা আব্দুল ইলাহ বিন আব্দুল আজিজের সঞ্চালনায় উক্ত মাদ্রাসার দাওরা/কোরআন রিভিশন বিভাগ ও হেফজুল কোরআন বিভাগের শিক্ষার্থী হাফেজ আব্দুল মাজীদ, মোহাম্মদ আহিল বিন ওমর, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ কায়েনাত ও মোহাম্মদ তানজিল মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত,খুতবা ও আরবি ভাষায় কথোপকথন উপস্থাপন করেন।

সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে "আজিজিয়া দারুল আরকাম তাহফীজুল কোরআন মাদ্রাসার" প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রাক্তন ইমাম আল মসজিদুল জামে আমিরা মুজী,রিয়াদ সৌদিআরব, যিনি সুদীর্ঘ ১৯ বছর আন্তর্জাতিক মানের তাহফিজুল কোরআনের পরিচালক হাফেজ মাওলানা আব্দুল আজিজ (দা:বা:) দেশ , জাতির কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য,যে দীর্ঘদিনের ধারাবাহিকতায় উক্ত মাদ্রাসায় পবিত্র রমজান মাসে ১০ দিন করে কোরআনুল করিমের তিন খতমের মাধ্যমে তারাবীহ নামায আদায় করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo