কাঠালিয়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ পালিত

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ১৫ এপ্রিল , ২০২৪ ০৬:৩১ আপডেট: ১৫ এপ্রিল , ২০২৪ ০৬:৩১ এএম
কাঠালিয়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ পালিত
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলা ১৪৩১ বর্ষবরণ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভা যাত্রাটি শহর ঘুরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের পাশে উন্মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

ঝালকাঠির কাঠালিয়ায় বাংলা ১৪৩১ বর্ষবরণ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভা যাত্রাটি শহর ঘুরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের পাশে উন্মুক্ত মঞ্চে এসে শেষ হয়। 

শোভাযাত্রার নেতৃত্বদেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, দলীয় নেতা কর্মী, বিভিন্ন সংগঠনের সদস্য ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি মানুষ অংশগ্রহন করেন। উন্মুক্ত মঞ্চে জাতীয় সংগীত ও এসে হে বৈশাখ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক কর্মসূচী সূচনা হয়। এর পরে একাধিক স্কুল, কলেজ ও সংগঠন তাদের নিজস্ব পরিবেশনা উপস্থাপন করেন।

অতিথিবৃন্দরা দর্শকসারিতে উপস্থিত থেকে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। মঞ্চের পাশে স্টলে বাংলার ঐতিহ্য পান্তা-ইলিশ ও পিঠা পুলি বিক্রির জন্য উপস্থাপন করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo