বিশৃংখল পরিস্থিতি রুখতে ফরিদগঞ্জে

জাকির হোসেন সৈকত প্রকাশিত: ৭ আগস্ট , ২০২৪ ১৭:৪৩ আপডেট: ৭ আগস্ট , ২০২৪ ১৭:৪৩ পিএম
বিশৃংখল পরিস্থিতি রুখতে ফরিদগঞ্জে
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।বক্তারা যেকোন মূল্যে উপজেলার সামগ্রিক পরিস্থিতি শান্ত রাখতে এবং কোন ধরনের হামলা ভাংচুর থেকে জনগণকে রক্ষা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে আহ্ববান জানায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশ মোতাবেক এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের আহ্বানে গণঅভ্যুথ্যানের পরবর্তী সময়ে দেশব্যাপি বিশৃংখল পরিস্থিতি রুখতে এবং বিএনপির নেতাকর্মীদের সজাগ রাখতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।

বুধবার (৭ আগস্ট) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, ডাঃ আবুল কালাম আজাদ, আবু সালেহ খসরু মোল্লা, আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম  আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, স্বে”ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, পৌর স্বে”ছাসেবক দলের  আহ্বায়ক মো:আরিফ পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।বক্তারা যেকোন মূল্যে উপজেলার সামগ্রিক পরিস্থিতি শান্ত রাখতে এবং কোন ধরনের হামলা ভাংচুর থেকে জনগণকে রক্ষা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে  আহ্ববান জানায়।

এই বিভাগের আরোও খবর

Logo