নির্বাচনী রেশ কাটছে না কসবায়। দ্বাদশ সংসদ নির্বাচন শেষে এখন চলছে উপজেলা নির্বাচনের ডামাডোল। তফসিল ঘোষণা না হলেও মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা।
নির্বাচনী রেশ কাটছে না কসবায়। দ্বাদশ সংসদ নির্বাচন শেষে এখন চলছে উপজেলা নির্বাচনের ডামাডোল। তফসিল ঘোষণা না হলেও মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা।
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন চেয়ারম্যান প্রার্থী কসবা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইদুর রহমান স্বপন।
শনিবার (৩০ মার্চ ) সকাল ১০.৩০ ঘটিকায় কসবা পৌরসভা আওয়ামী সাধারণ সম্পাদক রুস্তম খাঁ ও পৌর ছাত্রলীগেন সভাপতি শওকত আলী নেতৃত্বতে পৌরসভা ৫, ৬ নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের নিয়ে ডাক বাংলা থেকে এ শোডাউন শুরু হয়। পরে মোটরসাইকেলগুলো পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কসবা মুক্ত মঞ্চ গিয়ে শেষ হয়।
সেখানে এক পথ সভায় বক্তব্য দেন, কসবা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুস্তম খাঁ,পৌর ছাত্রলীগের সভাপতি শওকত আলী, সাবেক ছাত্রলীগ নেতা রবিউল্লা, আওলীগ নেতা জাকির মিয়া, বাসির মিয়া,জামাল মিয়া, ছাত্রলীগ নেতা ফাহিম ,মাহিউদ্দীন,তারসেক, দিপু, হৃদয়,ফেরদৌস, শেখ রাসেল স্মৃতি সংসদ সহ-সভাপতি বসির আহমেদ প্রমুখ।
চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান স্বপন জানান , প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমার বিশ্বাস বিপুল ভোটে জয়লাভ করব।