কমলগঞ্জে দু'দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

জায়েদ আহমেদ প্রকাশিত: ২২ জানুয়ারী , ২০২৫ ১৭:৪৩ আপডেট: ২২ জানুয়ারী , ২০২৫ ১৭:৪৩ পিএম
কমলগঞ্জে দু'দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি)বিকাল ৪টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় দু'দিন দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন,কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সুজন আহমেদ  মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদার, উপজেলা আইসিটি কর্মকর্তা রাকিবুল হাসান প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। মেলায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন। অংশগ্রহণকারীদের জুনিয়র ও সিনিয়র গ্রুপের মাঝে প্রকল্প ও বক্তৃতার ওপর পুরস্কার প্রদান করা হয়।মেলায় সেরা প্রকল্প উপস্থাপনের পুরস্কার পায় বিএফ শাহিন কলেজ। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কমলগঞ্জের  সহযোগীতায় "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই '"এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরোও খবর

Logo