এগারো বছর আগে চুরি হওয়া কষ্টিপাথর উদ্ধারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

কোহিনূর আলম প্রকাশিত: ৩১ আগস্ট , ২০২৫ ১৭:২১ আপডেট: ৩১ আগস্ট , ২০২৫ ১৭:২১ পিএম
এগারো বছর আগে চুরি হওয়া কষ্টিপাথর উদ্ধারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

মুঘল সাম্রাজ্যের শাসনামলে স্থাপিত ৮২৪ বছর আগের ঐতিহাসিক হারুলিয়া পুরাতন জামে মসজিদ থেকে এগারো বছর আগে চুরি হওয়া অমূল্য কষ্টিপাথর উদ্ধারের আইনি সহায়তা চেয়ে নেত্রকোণার কেন্দুয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (৩১ আগস্ট) বেলা দেড় ঘটিকায় মোজাফরপুর ইউনিয়নের দক্ষিণ হারুলিয়া গ্রামে উক্ত মসজিদ প্রাঙ্গণে
এলাকাবাসীর পক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদের ইমাম মো.আব্দুল্লাহ, ইমরান আহমেদ ভূঁঞা ও এবি সুমন ।
বক্তারা মূল্যবান কষ্টিপাথর উদ্ধার ও এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি ও আইনি সহয়তা কামনা করেন । তারা আরো বলেন, এর আগে আমরা কেন্দুয়া থানা ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগও দিয়েছি ।
এ সময় উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ । 
কেন্দুয়া থানার এসআই ও তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে । ২০১৪ সালে চুরি হয় এটি । ইতোমধ্যে প্রতিবেদনও দাখিল করেছি । 
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, জেলা পুলিশ সুপার বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে । কে বা কারা চুরি করেছে তা জানা যায় নি । তবে কষ্টিপাথর উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে । 

এই বিভাগের আরোও খবর

Logo