মুঘল সাম্রাজ্যের শাসনামলে স্থাপিত ৮২৪ বছর আগের ঐতিহাসিক হারুলিয়া পুরাতন জামে মসজিদ থেকে এগারো বছর আগে চুরি হওয়া অমূল্য কষ্টিপাথর উদ্ধারের আইনি সহায়তা চেয়ে নেত্রকোণার কেন্দুয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (৩১ আগস্ট) বেলা দেড় ঘটিকায় মোজাফরপুর ইউনিয়নের দক্ষিণ হারুলিয়া গ্রামে উক্ত মসজিদ প্রাঙ্গণে
এলাকাবাসীর পক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদের ইমাম মো.আব্দুল্লাহ, ইমরান আহমেদ ভূঁঞা ও এবি সুমন ।
বক্তারা মূল্যবান কষ্টিপাথর উদ্ধার ও এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি ও আইনি সহয়তা কামনা করেন । তারা আরো বলেন, এর আগে আমরা কেন্দুয়া থানা ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগও দিয়েছি ।
এ সময় উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ ।
কেন্দুয়া থানার এসআই ও তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে । ২০১৪ সালে চুরি হয় এটি । ইতোমধ্যে প্রতিবেদনও দাখিল করেছি ।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, জেলা পুলিশ সুপার বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে । কে বা কারা চুরি করেছে তা জানা যায় নি । তবে কষ্টিপাথর উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে ।