র্ধষনের সময় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার ও র্ধষককে গ্রেফতার

মোঃ এরশাদ আলী প্রকাশিত: ৪ নভেম্বর , ২০২৩ ০৮:১৪ আপডেট: ৪ নভেম্বর , ২০২৩ ০৮:১৪ এএম
র্ধষনের সময় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার ও র্ধষককে গ্রেফতার
বগুড়ার আদমদীধিতে র্ধষনের সময় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার ও র্ধষককে গ্রেফতার করে থানা পুলশি।

বগুড়ার আদমদীধিতে র্ধষনের সময় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার ও র্ধষককে গ্রেফতার করে থানা পুলশি। সিএনজি চালক সবুজ মহন্ত কিশোরীকে নিয়ে নওগাঁ-বগুড়া মহাসড়ক সংলগ্ন বোয়ালিয়া  নামক স্থানের চাটখইর ব্র্রিজের পাশে ধান খেতের আইলে  নিয়ে র্ধষন করছিাল।এ সময় মহাসড়কে টহলরত আদমদীঘি থানা পুলশি তাদরে আপত্তকির অবস্থায় দেখতে পয়েে ভিক্টিমকে উদ্ধার ও র্ধষককে গ্রফেতার করে। সবুজ  আদমদীঘি উপজলোর কাঞ্চনপুর গ্রামরে গোপাল মহন্তরে ছলে।

পুলশি সূত্রে জানা যায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার  শিবগঞ্জ গ্রামের মানসিক প্রতিবন্ধী কিশোরী গত ১ নভেম্বর বুধবার বেলা ৩ টায় সকালে অজান্তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

ওইদিন বিকেলে দুপচিয়া বাসস্ট্যান্ড এলাকায় নেমে ঘুরাঘুরি করতে থাকে। রাত ১০টায় আসামী আদমদীঘির সিএনজি চালক সবুজ মহন্ত ওই কশোরীকে কৌশলে প্রলোভন দেখিয়ে  তার চলতি সিএনজিতে তুলে অপহরণ করে। পরদিন গত ২ নভেম্বর বৃহস্পতিবার রাত দেড়টায় আসামী সবুজ মহন্ত কশিোরীকে নয়িে নওগাঁ-বগুড়া মহাসড়ক সংলগ্ন বোয়ালিয়া নামক স্থানের চাটখইর ব্রিজের পাশে ধান ক্ষেতেরে  আইলে নিয়ে র্ধষন করছিল।

এই বিভাগের আরোও খবর

Logo