নানা আয়োজনে যশোরে বুধবার উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। আয়োজনের মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান। জেলা প্রশাসক ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার প্রতিপাদ্যকে সামনে রেখে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন রাষ্ট্রীয় প্রক্রিয়ায় যারা বৈধ ভাবে বিদেশ যাচ্ছেন। তারা কর্মস্থানের চাকরি করে আয় করছেন। আর যারা অবৈধপথে দালালের মাধ্যমে বিদেশ যাচ্ছেন, তারা প্রতারণার স্বীকার হয়ে সর্বশান্ত হয়ে পড়ছে। এজন্য প্রশিক্ষণ নিয়ে বৈধ ভাবে বিদেশ যাওয়া উচিৎ। আর যারা দেশের বাইরে শ্রমের বাজারে প্রবেশ করছে তাদের শ্রম ব্যবস্থা নিশ্চিত করা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর কারিগরি প্রশিক্ষকণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট মাহমুদুল হাসান।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, সর্বোচ্চ রেমিডেন্স প্রেরণকারী হারুন আক্তার, স্বপ্না খাতুন, লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবীর নান্টু, গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক আলমাসুর রহমান প্রমুখ। পরিচালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ। আলোচনা শেষে সর্বোচ রেমিডেন্স আহরণ কারী তিন ব্যাংকের কর্মককর্তাকে, রেমিটেন্স প্রেরণকারী ও জব ফেয়ারে অংশ গ্রহণ উপলক্ষে প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের উদ্যোগে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী তিন ব্যাংকের মধ্যে প্রথম হয়েছে ইসরামী ব্যাংক বাংরাদেশ পিএলসি যশোর, দ্বিতীয় অগ্রণী বাংক পিএলসি যশোর ও তৃতীয় হয়েছে জনতা ব্যাংক পিএলসি যশোর। সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী স্বপ্না খাতুন (মার্কিন যুক্তরাষ্ট্য), শেখ হারুন আক্তার(আরবআমিরাত)।জব ফেয়ারে অংশ গ্রহণ উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রাপ্ত প্রতিষ্ঠান হল, প্রবাসী কল্যাণ ব্যাংক, ইসলামী ব্যাংক পিএলসি যশোর, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ওয়েল ফেয়ার সেন্টার, সলিডারিটি সেন্টার, জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর।এর আগে কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল বসিয়ে তাদের সেবা সম্পর্কে মানুষকে অবহিত করা হয়।