মাহে রমজানের শিক্ষা ও আমাদের করণীয় বিষয়ে সাংবাদিক ও পেশাজীবিদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ মার্চ) বিকালে আদমদীঘি হাজী তাছের আহম্মদ মহিলা কলেজের মিলনায়তনে উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের, বগুড়া জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুর নুর, উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম রব্বানী, সহ-সেক্রেটারী আব্দুল জোব্বার, নায়েবে আমীর মাওলানা তরিকুল ইসলাম, ডাক্তার ইউনুছ আলী, জামায়াত নেতা গোলাম মোস্তফা, জেলা জামায়াতের সদস্য এনামুল হক, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সোহেল আলম, সান্তাহার পৌর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা কামরুল ইসলাম, নসরতপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, আদমদীঘি সদর ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিস আলী, যুব জামায়াতের সভাপতি আহসান হাবীব তুহিন, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সাধারণ সম্পাদক সাগর খান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, থানার সাব ইন্সপেক্টর হযরত আলী, সান্তাহার কারিগরি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, শিক্ষক নেতা আইয়ুব আলী প্রমূখ।