আদমদীঘিতে নাশকতা মামলায় সাবেক এমপির মামা গ্রেফতার

মোঃ এরশাদ আলী প্রকাশিত: ১৮ ডিসেম্বর , ২০২৪ ১৬:২২ আপডেট: ১৮ ডিসেম্বর , ২০২৪ ১৬:২২ পিএম
আদমদীঘিতে নাশকতা মামলায় সাবেক এমপির মামা গ্রেফতার
আদমদীঘিতে নাশকতা মামলায় সাবেক এমপির মামা গ্রেফতার

বগুড়ার আদমদীঘি ও  উপজেলায়  সান্তাহার বিএনপির অফিসে হামলা ভাংচুর অগ্নিসংযোগ নাশকতা মামলায় আদমদীঘি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাজু খানের স্যালক, সাবেক এমপি বাঁধনের মামা ও সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  মনোয়ার জাহিদ রোকন (৪২) পিতা মৃত মোশারফ হোসেন ।মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লায় তার নিজ বাড়িতে থেকে ফাঁড়ির টিএসআই বকুল হোসেন ও আদমদীঘি থানার পুলিশ সদস্য সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। তার নামে  দুটি নাশকতা মামলা রয়েছে । গ্রেফতারকৃত আসামী এজাহার নামীয় আসামীগনের সহিত পরষ্পর যোগসাজসে গত ইং ০৪/০৮/২০২৪ তারিখে সকাল অনুমান ১১.০০ টার সময় বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া হাতে পিস্তল, ককটেল, পেট্রোল বোমা, পেট্রোল ভর্তি বোতল, রামদা, হাসুয়া, লোহার রড, শাবল, বাঁশের লাঠি ইত্যাদি মারাত্মক অস্ত্রে সঙ্গে সজ্জিত হইয়া বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে বলপূর্বক ঠেকাইবার জন্য বিভিন্ন প্রকার উস্কানীমূলক শ্লোগান দিয়া আদমদীঘি উপজেলা আওয়ামীলীগ অফিস হইতে একটি স্বশস্ত্র মিছিল লইয়া আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় আসে। এরপর হামলাকারীরা বিএনপির অফিসে ঢুকে দরজা জানালা ভাঙচুর চেয়ার কাঠের আলমারি ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র; জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি বের করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয় এ ঘটনায় ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এ মামলায় মনোয়ার জাহিদ রোকন (৪২) কে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন নাশকতা মামলায় মনোয়ার জাহিদকে গ্রেফতার করা হয়েছে ।বুধবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়।

এই বিভাগের আরোও খবর

Logo