আদমদীঘিতে উপজেলা প্রশাসন ও আ’লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মোঃ এরশাদ আলী প্রকাশিত: ৭ মার্চ , ২০২৪ ১৬:০৫ আপডেট: ৭ মার্চ , ২০২৪ ১৬:০৫ পিএম
আদমদীঘিতে উপজেলা প্রশাসন ও আ’লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মুর‌্যালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে   ঐতিহাসিক ৭ মার্চ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মুর‌্যালে উপজেলা প্রশাসন,   উপজেলা পরিষদ, আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা নির্বাহী   অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব রাখেন ৩৮, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, সহকারী কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র পুলিশ সুপার (সার্কেল) নাজরান রউফ, থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী, অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ, আবির উদ্দীন প্রমুখ। পরে পুরষ্কার বিতরণ করা হয়। অপর দিকে সকাল ৮টায় আদমদীঘিস্থ আ’লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয়   পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মাল্যদান ও বাদ   জোহর বাবা আদম (রহঃ) মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরোও খবর

Logo