অভয়নগরের বাঘুটিয়ায় বিএনপি নেতা গাজীী আজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উদযাপন

মোঃআমিনুর রহমান প্রকাশিত: ২০ জানুয়ারী , ২০২৫ ১৯:৫৮ আপডেট: ২০ জানুয়ারী , ২০২৫ ১৯:৫৮ পিএম
অভয়নগরের বাঘুটিয়ায় বিএনপি নেতা গাজীী আজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উদযাপন
যশোরের অভয়নগরে বাঘুটিয়া ইউনিয়ন বিএনপি' র উদ্যোগে যশোর জেলা বিএনপি'র সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য ও অভয়নগর থানা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি গাজী আজিবুর রহমানের দশম মৃত্যুবার্ষিকীর উদযাপিত হয়েছে।

যশোরের অভয়নগরে বাঘুটিয়া ইউনিয়ন বিএনপি' র  উদ্যোগে যশোর জেলা বিএনপি'র সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য ও অভয়নগর থানা বিএনপি'র  সাবেক সিনিয়র সহ-সভাপতি গাজী আজিবুর রহমানের দশম মৃত্যুবার্ষিকীর উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার (১৯ জানুয়ারী) দুপুর ১ টায় বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি দিদার আহমেদের সভাপতিিত্বে এবং ইউনিয়ন বিএনপি'র প্রচার সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬ নম্বর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপি নেতা শেখ তৈয়বুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘুটিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো, ইকরাম বিশ্বাস।আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য শফিকুল ইসলাম মেজবাহ, ফুলতলা থানা বিএনপি'র সদস্য বাবর আলী, অভয়নগর থানা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল শেখ প্রমুখ। এছাড়া স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সবার শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি দোয়া অনুষ্ঠান হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।  

এই বিভাগের আরোও খবর

Logo