নান্দাইলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মতবিনিময়

ফরিদ মিয়া প্রকাশিত: ২২ জানুয়ারী , ২০২৫ ১৭:৩৪ আপডেট: ২২ জানুয়ারী , ২০২৫ ১৭:৩৪ পিএম
নান্দাইলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও  মতবিনিময়
ময়মনসিংহের নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এঁর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহের নান্দাইলে কর্মরত  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এঁর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১  জানুয়ারি )  নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবন  সম্মেলন কক্ষে  এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 এ উপলক্ষে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এর সভাপতিত্বে ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগতিক বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আমি আপনাদের এলাকায় নতুন আমাকে যে কোন বিষয়ে  তথ্য দিয়ে  সহযোগিতা করবেন। এ ছাড়াও উপস্থিত সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, রবিউল আলম ফরাজি, এবি সিদ্দিক খসরু,শামস্ -ই তাবরীজ রায়হান, এ হান্নান আল আজাদ,হুমায়ুন কবীর, মোখলেছুর রহমান, শামসুজ্জামান বাবুল, বিল্লাল হোসেন,আহসান কাদের মাহমুদ আর জে মিন্টু  প্রমুখ। এ সময় উক্ত মতবিনিময় সভায় নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo