১০ ই ফেব্রুয়ারী - ২০২৫ ইং সোমবার ইটভাটা প্রস্তত ও ভাটা স্হাপন নিয়ন্ত্রণ আইন - ২০১৩ ইং এর অধ্যাদেশ মোতাবেক ফেনী সদর উপজেলা ফাজিলপুরে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর
১০ ই ফেব্রুয়ারী - ২০২৫ ইং সোমবার ইটভাটা প্রস্তত ও ভাটা স্হাপন নিয়ন্ত্রণ আইন - ২০১৩ ইং এর অধ্যাদেশ মোতাবেক ফেনী সদর উপজেলা ফাজিলপুরে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর , বাংলাদেশ সেনাবাহিনী , ফেনী জেলা পুলিশ , ফায়ার সার্ভিস ফেনী সার্বিক সহযোগিতায় সহকারী কমিশনার ভুমি ফেনী সদর ও ভ্রাম্যমান আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এই অভিযানে অভিযানিক দল ফেনীর ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুরের আমিন ব্রিকসে অভিযান পরিচালনা করে তাদের হাল সনের নবায়ন কৃত লাইসেন্স না থাকায় এবং বেআইনি ভাবে ফসলি জমির টপ সয়েল মাটি কেঁটে সংগ্রহ রাখার দায়ে ৭,৫০, ০০০/= টাকা অর্থদন্ড সহ একটি মামলা দায়ের করেন । পরবর্তীতে অভিযানিক দল পশ্চিম ফাজিলপুর খাইয়ারায় অবস্থিত খাইয়ারা ব্রিকস -১য়ে অভিযান পরিচালনা করে দীর্ঘদীন লাইসেন্স বিহীন ভাবে ইটভাটা পরিচালনার দায়ে এবং অবৈধ ভাবে ফসলি জমির টপ সয়েল মাটি সংগ্রহের দায়ে নগদ ১,০০, ০০০ /= টাকা অর্থদন্ড প্রদান সহ উক্ত ইটভাটা গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালতের অভিযান দল ।
এই অভিযানিক সফলতা ওসত্যতা যাচাইয়েের নিমিত্তে সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সজীব তালুকদার সাথে যোগাযোগ করা হয়েছে হলে তিনি জানান আমরা বর্তমান সরকারের আইন অনুযায়ী এবং জেলা প্রশাসকের নির্দেশে আমাদের ফসলি জমির টপ সয়েল রক্ষায় এবং অবৈধ ও অনুমোদন বিহীন ইটভাটা সমুহের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এবং আগামীতেই থাকবে ।