গতকাল দুপুর ১.০০ ঘটিকার সময় নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে হাটহাজারী বাস স্টেশন মোড়ে সড়কের জায়গা দখল করে অস্বাস্থ্যকর পরিবেশে খবার তৈরি ও বিক্রির কারণে ভাতঘর হোটেল (জামাল পিতাঃ বজল আহম্মদ)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ১০,০০০(দশ হাজার) টাকা জরিমানা আদায়পূর্বক সতর্ক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব এবিএম মশিউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার , হাটহাজারী , চট্টগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।