পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১ নং আমখোলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড তাফাল বাড়িয়া গ্রামে মোঃ আব্দুল জলিল হাওলাদার এর এক মাএ মেয়ে মোসাম্মদ রাবেয়া বেগমকে (৩৭) তার নিজ স্বামী মোঃ নেছার(৪৫) ব্যাপারি পারিবারিক জেরে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন।
পরে পাশের বাড়ির লোকজন কান্নার আওয়াজ শুনতে পেলে তারা দ্রুত নেছারের বাড়ী গিয়ে দেখতে পান তার স্ত্রী রাবেয়া ঘরের মেজেতে পরে আছেন।ঘটনিটি ঘটেছে অনুমানিক সকাল ৭.৩০ মিঃ।স্থানীয় লোকজন মিলে তাকে পটুয়াখালী সদর হসপিটালে নিলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ খবর পেয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত গলাচিপা উপজেলার একমাএ মহিলা চেয়ারম্যান ওয়ানা মারর্জিয়া নিতু ঘটনা পরিদর্শনে যান এবং অপরাধীকে সর্বোচ্চ শাস্থির আশ্বাস দেন। প্রাথমিক অবস্থায় নিহত রাবেয়ার বাবা গলাচিপা থানায় ঘাতক স্বামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে অপরাধিকে পুলিশ এখন ও আটক করতে সক্ষম হয়নি।