সোনারগাঁয়ে ই-কমার্স ও লালসবুজ ডটকম প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ

নূর নবী জনি প্রকাশিত: ১৮ জানুয়ারী , ২০২৫ ১৮:০৩ আপডেট: ১৮ জানুয়ারী , ২০২৫ ১৮:০৩ পিএম
সোনারগাঁয়ে ই-কমার্স ও লালসবুজ ডটকম প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ই-কমার্স ও লালসবুজ ডটকম প্ল্যাটফরম বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ই-কমার্স ও লালসবুজ ডটকম প্ল্যাটফরম বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার দিনব্যাপী প্রশিক্ষণে উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। সোনারগাঁ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) শাহানা সারমিন। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) শাহনাজ বেগম নীনা, উপ-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এস নাজিমুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ফারুক ইকবাল। এছাড়া তথ্যকেন্দ্র নারায়ণগঞ্জ সদরের তথ্যসেবা কর্মকর্তাসহ সকল উপজেলার তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।  প্রশিক্ষণে সোনারগাঁ উপজেলার সকল উপজেলা থেকে ১০ জন করে মোট ৫০ জন লালসবুজ.কম’র উদ্যোক্তাকে দিনব্যাপী এই প্রশিক্ষণ দেয়া হয়। গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবাপ্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার ‘তথ্যআপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)’ এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে জানানো হয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে প্রযুক্তিকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের হাতিয়াররূপে ব্যবহার করে তাদের জীবনযাত্রা আরো সহজ, সুন্দর এবং উন্নত করাই এ প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য।

এই বিভাগের আরোও খবর

Logo