সিএনজি-কার মুখোমুখি সংঘর্ষে আহত ৩, আশংকাজনক ২জন

ফাহাদ ইবনে হাশেম প্রকাশিত: ৩০ জানুয়ারী , ২০২৪ ০৫:০৯ আপডেট: ৩০ জানুয়ারী , ২০২৪ ০৫:০৯ এএম
সিএনজি-কার মুখোমুখি সংঘর্ষে আহত ৩, আশংকাজনক ২জন
চট্টগ্রামেরলোহাগাড়ায় বার আউলিয় ডিগ্রী কলেজ গেইটস্থ আরকান সড়কে কার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন তন্মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক২৯ জানুয়ারী সন্ধ্যা আনুমাণিক পৌণে ৫ টায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার কর্তব্যরত অফিসার এস.আই জয়নাল আবেদীন। আহতরা হলেন যথাক্রমে সিএনজি চালক সেলিম (২৫)।

চট্টগ্রামের লোহাগাড়ায় বার আউলিয় ডিগ্রী কলেজ গেইটস্থ আরকান সড়কে কার  সিএনজি  মুখোমুখি সংঘর্ষে  জন আহত হয়েছেন তন্মধ্যে  জনের অবস্থা আশংকাজনক ২৯ জানুয়ারী সন্ধ্যা আনুমাণিক পৌণে  টায়  সড়ক দূর্ঘটনাটি ঘটেছে বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার কর্তব্যরত অফিসার এস.আই জয়নাল আবেদীন আহতরা হলেন যথাক্রমে সিএনজি চালক সেলিম (২৫) তিনি চরম্বার ইউনিয়নের আতিয়ার পাড়ার আবদুল খালেকের পুত্র অপরজনন হলেন ওয়াজ খাতুন (৭০) তিনি একই এলাকার আবদুল জব্বারের স্ত্রী অপরজন হলেন দিলু আরা বেগম (৩০) তিনিও একই এলাকার জসিম উদ্দীনের স্ত্রী আহতদের মধ্যে দিলু আরা বেগমকে স্থানীয় বেসরকারী মা-মণি হাসপাতালে ভর্তি করান এবং অপর  জনকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করেন

স্থানীয়রা জানানউল্লেখিত সময়ে বটতলী ষ্টেশন অভিমুখী সিএনজি   বিপরীত দিক অর্থাৎ চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে সিএনজিতে থাকা চালকসহ  জন গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত এসে তাঁদের উদ্ধার করে  জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং অপরজনকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানপরে উক্ত  জনকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছেদোহাজারী হাইওয়ে থানার সহিত যোগাযোগ করলে কর্তব্যরত অফিসার এম.আই.জয়নাল আবেদীন বলেনবিষয়টি সম্পর্কে তাঁদেরকে দূর্ঘটনা স্থল থেকে কে বা কারা ফোন করে জানিয়েছেন এবং  ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন


এই বিভাগের আরোও খবর

Logo