শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শ্রমিক দলের আয়োজনে দুই শতাধিক গরীব ও আসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শ্রমিক দলের আয়োজনে দুই শতাধিক গরীব ও আসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল ররিবার বিকেল সাড়ে ৫ টায় সান্তাহার পৌর শহরের মুক্তিযোদ্ধা চত্বরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ। সান্তাহার পৌর শ্রমিক দলের (ভারপ্রাপ্ত) সভাপতি আতাউর রহমান রিকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহমেদ গল্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এস আলম, নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি এ.এম জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বগুড়া জেলা শ্রমিক দলের সদস্য সচিব শামসুজ্জামান শামসু। আরও বক্তব্য রাখেন সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, সান্তাহার পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন বডি, জিয়া পরিষদের সান্তাহার পৌর শাখার সভাপতি রোকনউদ্দিন ফিরোজ প্রমুখ। আলোচনা শেষে প্রায় দুই শতাধিক মেহনতী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।