সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা

মাহাবুব হোসেন প্রকাশিত: ২০ এপ্রিল , ২০২৪ ০৯:৩৩ আপডেট: ২০ এপ্রিল , ২০২৪ ০৯:৩৩ এএম
সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা
কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, সমাজ সংস্কারক, নারী শিক্ষার অগ্রদূত, বাউল সাধক ও সাহিত্যিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, সমাজ সংস্কারক, নারী শিক্ষার অগ্রদূত, বাউল সাধক ও সাহিত্যিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর ও বাংলাদেশ জাতীয় জাদুঘর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কাঙ্গাল হরিনাথ জাদুঘরের মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। এ সময় অন্যান্যদের মধ্যে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ জাদুঘর এক্সপ্লোরেশন অফিসার ওবায়দুল্লাহ, অ্যাডভোকেট লালিম হক, মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ স্বপন কুমার রায়, বিশিষ্ট নাট্যজন লিটন আব্বাস, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদসহ অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo