সবাইকে কাদিয়ে চলে গেলেন সৎগুণি মানুষ সৈয়দ লুৎফুর রহমান

কাজী সামছুজ্জামান প্রকাশিত: ১০ জুন , ২০২৪ ১৩:০৬ আপডেট: ১০ জুন , ২০২৪ ১৩:০৬ পিএম
সবাইকে কাদিয়ে চলে গেলেন সৎগুণি মানুষ সৈয়দ লুৎফুর রহমান
মৌলভীবাজার কুলাউড়ার হাজীপুর ইউনিয়ন এর আলিপুর গ্রামের অত্যন্তগুণি ব্যাক্তি সৈয়দ লুৎফুর রহমান (৪২)এলাকার সকলের চোখে সৎ ও পরোপকারী মানুষ হিসেবে অনেক পরিচিত।

মৌলভীবাজার কুলাউড়ার হাজীপুর ইউনিয়ন এর আলিপুর গ্রামের অত্যন্তগুণি ব্যাক্তি সৈয়দ লুৎফুর রহমান (৪২)এলাকার সকলের চোখে সৎ ও পরোপকারী মানুষ হিসেবে অনেক পরিচিত। 

তিনি  হার্ট এর রোগে ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসারত অবস্থায় গত ৮ তারিখে ইন্তেকাল করেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। আজ (৯ তারিখ) বেলা ১১ ঘটিকায় জানাযার নামায শেষে পারিবারিক কবর স্থানে উনাকে দাফন করা হয়। মৃত্যুর পরে পুরো এলাকায় শোক বিরাজ করছে।

এই বিভাগের আরোও খবর

Logo