ঝিনেদা কালিগঞ্জ বারোবাজার বাদুরগাছা ইমরান হোসেনের মেয়ে ইমা সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
ঝিনেদা কালিগঞ্জ বারোবাজার বাদুরগাছা ইমরান হোসেনের মেয়ে ইমা সড়ক দুর্ঘটনায় নিহত হয়। মেয়েটির বয়স চার বছর।মেয়েটির বাবা ইমরান হোসেন জানায় মেয়েটির বাড়ি থেকে বেরিয়ে রাস্তার এপার থেকে ওপারে যাছিলে, বাদাম ভাজা কিনতে যাওয়ার সময় একটি আলম সাধু গাড়ি মঙ্গলপেতে থেকে বারোবাজার যাওয়ার উদ্দেশ্যেসছিল, তাৎক্ষণিক শিশু রাস্তা পার হচ্ছিল,আলম শুধু গাড়িটির ধাক্কায় লাগে পড়ে যায়,মাথায় আঘাত জানিতো কারনে মেয়েটিতাৎক্ষণিক মারা যায়। এই বিষয়টি নিয়ে মেয়েটির বাবা ইমরান হোসেন কাউকে দায়ী করে নাই।